কার হাতে কতটি পরমাণু অস্ত্র?



কাশ্মিরকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে নানা হিসাব চলছে
কার সামরিক শক্তি কতটা তা নিয়ে বিশ্লেষণও চলছে বিশেষ করে কার হাতে কতটি পরমাণু অস্ত্র আছে, সেই হিসাব বারবার করা হচ্ছে
কারণ অনেকের আশঙ্কা, পরমাণু অস্ত্রধর দুই দেশে যুদ্ধ শুরু হলে তার পরিণাম না ভয়াবহ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৫-এর অগাস্ট জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল। সেই একবারই যুদ্ধে ব্যবহৃত হয় পরমাণু বোমা। পরমাণু অস্ত্র বিশ্বের সবথেকে ভয়াবহ অস্ত্র, এর গোটা পৃথিবী ধ্বংসের ক্ষমতা আছে। ২০১৫- শুরুতে ভারত, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ইজরায়েল, পাকিস্তান উত্তর কোরিয়া- মোট ৯টি দেশের হাতে অন্তত ১৫,৮৫০টি পরমাণু অস্ত্র ছিল। এগুলোর মধ্যে ,৩০০টি দরকারে ব্যবহারের জন্য মোতায়েন করেছে সেনাবাহিনী। অন্তত ১৮০০টি যে কোনো মুহূর্তে ব্যবহৃত হতে পারে। চলুন, দেখে নিই, (সিপরি রিপোর্ট অনুসারে) কোন দেশের হাতে আছে কী পরিমাণে আছে বিশ্বের ভয়ঙ্করতম এই অস্ত্র
রাশিয়া : পরমাণু অস্ত্র ,০০০
যুক্তরাষ্ট্র : পরমাণু অস্ত্রসংখ্যা ,৩০০
ফ্রান্স : পরমাণু অস্ত্র ৩০০
চীন : পরমাণু অস্ত্র ২৫০
ইংল্যান্ড : পরমাণু অস্ত্র ২২৫
পাকিস্তান : পরমাণু অস্ত্র ১০০-১২০
পাকিস্তান : পরমাণু অস্ত্র ১০০-১২০
ভারত : পরমাণু অস্ত্র ১১০
ইসরাইল : পরমাণু অস্ত্র ৮০
উত্তর কোরিয়া : পরমাণু অস্ত্র
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/156203#sthash.KcWtF5xU.dpuf

No comments: