ভারতের
জাতীয়
সঙ্গীতে বলা
হয়েছে
- জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা
পাঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গবিন্ধ্যা হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে,
গাহে তব জয়গাথা।
এই গানে ভারতভাগ্যবিধাতা বলতে রবীন্দ্রনাথ কাকে বুঝিয়েছিলেন তা জানা যায় না। তবে মনে করা হয়, বঙ্গভঙ্গ রোধ করার জন্য তিনি বিলাতের সম্রাট পঞ্চম জর্জকে বলেছিলেন ভারতভাগ্যবিধাতা। এই গানে বঙ্গ, উড়িষ্যা, পাঞ্জাব, দ্রাবিড়, মারাঠাদের নাম থাকলেও আসামের নাম নেই। কেন নেই সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এই গান যখন লেখা হয়েছিল, তখন সিন্ধুনদ ছিল তখনকার ভারতের মধ্য দিয়ে প্রবাহিত সবচেয়ে বড় নদী।
পাঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গবিন্ধ্যা হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে,
গাহে তব জয়গাথা।
এই গানে ভারতভাগ্যবিধাতা বলতে রবীন্দ্রনাথ কাকে বুঝিয়েছিলেন তা জানা যায় না। তবে মনে করা হয়, বঙ্গভঙ্গ রোধ করার জন্য তিনি বিলাতের সম্রাট পঞ্চম জর্জকে বলেছিলেন ভারতভাগ্যবিধাতা। এই গানে বঙ্গ, উড়িষ্যা, পাঞ্জাব, দ্রাবিড়, মারাঠাদের নাম থাকলেও আসামের নাম নেই। কেন নেই সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এই গান যখন লেখা হয়েছিল, তখন সিন্ধুনদ ছিল তখনকার ভারতের মধ্য দিয়ে প্রবাহিত সবচেয়ে বড় নদী।