ম্যালওয়্যারে মুছে যাচ্ছে হার্ডড্রাইভের তথ্য!

সাইবার দুর্বৃত্তরা এমন একটি ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করেছে যা কম্পিউটারে হার্ডড্রাইভের সব তথ্য মুছে দিতে পারে। সম্প্রতি এ বিষয়ে সতর্ক করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ১ ডিসেম্বর পাঁচ পাতার গোপন একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়েছে এফবিআই। সনি পিকচার্সের ওপর সাইবার হামলার বিষয়টি তদন্ত করতে গিয়ে মার্কিন গোয়েন্দারা সাইবার দুর্বৃত্তদের মারাত্মক এই ম্যালওয়্যার বিষয়ে সতর্ক করেন। গোয়েন্দারা দাবি করেছেন, এই ম্যালওয়্যার দিয়ে সাইবার হামলার শিকার হলে কোনো তথ্য উদ্ধার করা সম্ভব নয়।
গত সপ্তাহে সনির পিকচার্স এন্টারটেইনমেন্টের ইমেইল সিস্টেম হ্যাক হয় এবং এর নেটওয়ার্ক অচল করে দেয় সাইবার দুর্বৃত্তরা। কারা এই সাইবার হামলা চালিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সনি কর্তৃপক্ষ।


Play free Rock slots only at www.onlinecasino.us

BBC Janala কোর্সগুলো সম্পর্ক‌ে জানুন

ইংরেজি কোর্সগুলোতে থাকছেঃ
  • সহজ ধাপে ও বিনামূল্যে ইংরেজি শেখার সুযোগ
  • ইংরেজি চর্চার জন্য সাহায্যকারী বিভিন্ন লেসন
  • আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে যোগাযোগের কৌশল
যারা প্রাথমিকভাবে ইংরেজি ‌শেখা শুরু করতে চাইছেন মূলত তাদের কথা ভেবেই কোর্স-এক-এর লেসনগুলো তৈরি করা হয়েছে। আর শিক্ষার্থ‌ীদের ইংরেজি দক্ষতা আরও একটু বাড়িয়ে তোলার জন্য রয়েছে কোর্স-দুই-এর বিভিন্ন লেসন। একইভাবে আমার ইংরেজি কোর্সের অন্যান্য কোর্সগুলোও পর্যায়ক্রমে শুরু করা হবে।

 আপনার দক্ষতা যাচাই করুন

বিবিসি জানালা’র এই ওয়েবসাইটটি থেকে আপনি ইংরেজি শেখার একাধিক কোর্স‌ে অংশ নিতে পারবেন। এজন্য আপনি যেকোনো সময় যেকোনো কোর্স থেকে শেখা শুরু করতে পারেন এবং কোর্সগুলো আপনার জন্য সবসময়ই উন্মুক্ত। তবে কোন কোর্সটি প্রথম‌ে করা উচিত তা যদি আপনি জানতে চান তাহলে এই অংশে থাকা ইংরেজি দক্ষতা যাচাইয়ের কুইজটিতে অংশ নিন। এর মাধ্যম‌ে আপন‌ি কোর্স নির্বাচনের জন্য কিছু ধারণা পাবেন। তবে কুইজটিতে আপনার ফলাফল যাই হোক না কেন, কোর্স নির্বাচনের ক্ষেত্রে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত।

কী থাকছে এই কোর্সগুলোতে

  • প্রতিটি কোর্সে থাকছে ছয়টি করে বিষয় এবং প্রতিটি বিষয়ে থাকছে চারটি করে চ্যাপ্টার।
  • চ্যাপ্টারের লেসনগুলো আপন‌ি কতোটা শিখতে পারছেন তা যাচাই করার জন্য প্রতিটি চ্যাপ্টারের শেষে একটি করে চ্যাপ্টার কুইজ থাকবে। কুইজ‌ে ভালো ফলাফল করার জন্য কুইজগুলোতে আপনি একাধিকবার অংশ নিতে পারবেন।
  • (এছাড়া) আমার ইংরেজি কোর্সের প্রতিটি লেসনেই শিক্ষার্থ‌ীদের জন্য থাকছে মজার মজার গেম, অনুশীলনী ও লেসনের বিভিন্ন বিষয় ডাউনলোড করে চর্চা করার সুযোগ।
  • shofik
  • একেকটি বিষয় সম্পন্ন করার পর আপনি পাবেন একটি করে টপিক রিপোর্ট বা বিষয় সমাপনী পত্র। আর এভাবে যেকোনো কোর্সের ছয়টি বিষয় সম্পন্ন করার পর আপনি পাবেন কোর্স রিপোর্ট বা কোর্স সমাপনী পত্র।

কোর্সগুলো যেভাবে করবেন

আপনি যদি প্রতি সপ্তাহে কমপক্ষে একটি করে চ্যাপ্টার সম্পন্ন করতে পারেন তাহলে একটি কোর্স শেষ করতে আপনার ছয় মাস সময় লাগবে।

সাইন আপ বা রেজিস্ট্রেশনের সুবিধা

আপনি আপনার সুবিধামতো যেকোনো কোর্স থেকেই ইংরেজি শেখা শুরু করতে পারেন। এজন্য আপনি কোর্সটিতে সাইন আপ বা রেজিস্ট্রেশন করে সেটি শুরু করতে পারেন। আবার রেজিস্ট্রেশন না করে এমনিতেও কোর্সের লেসনগুলো দেখতে পারেন। তবে আপনি যদি এই কোর্সগুলোতে রেজিস্ট্রেশন