তেল শোধনাগারে ব্যবহৃত ২৫ ধরণের প্রভাবক
উৎপাদন করছে ইরান।
আর এর মধ্য দিয়ে তেহরান প্রভাবক উৎপাদনে বিশ্বের দ্বিতীয়
দেশে পরিণত হয়েছে। ফলে এ খাতে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটেছে।
ইরানের সাপ্লায়িং পেট্রোক্যামিকেল
ইন্ডাস্ট্রিজ পার্টস, ইকুইপমেন্ট অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি
বা এসপিইসি’র নির্বাহী পরিচালক জলিল সোবহানির বরাত দিয়ে ইরানি সংবাদ মাধ্যম
এ খবর দিয়েছে।
সোবহানি বলেছেন, এ ধরনের প্রভাবক তেল
শোধনাগারের আইসোমারিজাইশেন ইউনিটে ব্যবহার করা হয়। ইরান প্রভাবক তৈরিতে
ব্যবহৃত প্রযুক্তি অর্জন করেছে।
No comments:
Post a Comment