ব্রাজিলে ২০১৪
বিশ্বকাপের পর
মেসুত
ওজিলের
সেই
মহান
কীর্তির কথা
সকলেরই
মনে
আছে৷
জার্মানিকে বিশ্বকাপ
জিতিয়ে
৩
লাখ
৫০
হাজার
পাউন্ড
বোনাস
পেয়েছিলেন। পুরোটাই দান
করে
দিয়েছিলেন ব্রাজিলের ২৩
জন
অসহায়
শিশুর
চিকিৎসার কাজে। শুধু
সেবারই
কেন,
পুরো
কেরিয়ার জুড়েই
এমন
সমাজ
সেবা
মূলক
কাজ
করেছেন
জার্মান মিডফিল্ডার।
তবে
সেই
শেষ
নয়,
ফের
একবার
মানবতার চূড়ান্ত নিদর্শন রাখলেন
ওজিল৷
এবার
সঙ্গে
সঙ্গী
হিসেবে
পেয়েছেন ফরাসি
মিডফিল্ডার পল
পগবাকে।
২২
জন
অসহায়
আফ্রিকান শিশুর
অস্ত্রোপচারের সব
খরচ
দিয়েছেন এই
দু’জন।
‘বিগ শ্যু
ইলেভেন’
নামের
এক
দাতব্য
উদ্যোগে যোগ
দিয়ে
এই
অসাধারণ কাজ
করেছেন
পগবা
এবং
ওজিল।
ফুটবলে
তো
১১
জনের
দলে
সব
সময়ই
খেলেন,
এবার
দুজনে
নিজেদের ১১
জনের
দল
গড়ে
নিয়েছেন। তবে
ফুটবল
মাঠে
নয়,
পগবা
এবং
ওজিলের
এই
এগারো
শিশুর
লড়াইটা
জীবনের
মঞ্চে।
শারীরিক অসুস্থতা যাদের
নিষ্পাপ শৈশবের
সরলতায়
বাধা
হয়ে
দাঁড়াতে চাইছে।ফুটবলকেও ছাপিয়ে যাওয়া সেই লড়াইয়ে ‘সতীর্থ’দের পাশে দাঁড়াতে পেরে উচ্ছ্বসিত ওজিলও। টুইটারে ভিডিওবার্তায় ওজিল বলেছেন, ‘ইউরো চলার সময়ে ১১ জন শিশুর চিকিৎসার ভার নিচ্ছি আমি। এরাই আমার এগারো জন। আমার সবচেয়ে পছন্দের দল। চিকিৎসার ব্যয় মেটানোর সামর্থ্য নেই এমন ২২ জন শিশুর সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা। এখানে সাহায্য করতে পেরে আমি গর্বিত।’ নিজের টুইটারে ভিডিও বার্তা দিয়েছেন পগবাও। জুভেন্তাস মিডফিল্ডার অন্যদেরও আহ্বান জানিয়েছেন মানবতার ডাকে এগিয়ে আসার জন্য৷
No comments:
Post a Comment