সম্প্রতি বিমানসেনা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
করেছে
বাংলাদেশ বিমানবাহিনী। বিভিন্ন ট্রেডে প্রার্থীদের
নিয়োগ
দেয়া
হবে।
ইতোমধ্যে বিভাগ
ও
জেলাওয়ারি নির্বাচনী পরীক্ষা শুরু
হয়েছে।
এ
পরীক্ষা চলবে
১৪
ডিসেম্বর ২০১৬
পর্যন্ত।
আবেদনের যোগ্যতা : যেকোনো
বাংলাদেশী পুরুষ
নাগরিক
আবেদন
করতে
পারবেন।
বয়সসীমা : ৩০
মার্চ
২০১৭
তারিখে
সব
ট্রেডের প্রার্থীর বয়স
হতে
হবে
১৬
থেকে
২১
বছর।
তবে
মিউজিক
ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২৬
বছর
এবং
শিক্ষা
প্রশিক্ষক ও
সাইফার
অ্যাসিস্ট্যান্ট ট্রেডের প্রার্থীদের বয়সসীমা ২৮
বছর।
টেকনিক্যাল, নন-টেকনিক্যাল, প্রভোস্ট, মিউজিক ও জিসি
ট্রেডে
আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অবিবাহিত হতে
হবে।
শিক্ষা
প্রশিক্ষক ও
সাইফার
অ্যাসিস্ট্যান্ট ট্রেডে
বিবাহিত-অবিবাহিত উভয়
প্রার্থীরা আবেদন
করতে
পারবেন।
শিক্ষাগত যোগ্যতা : টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের বিজ্ঞান বিভাগ
থেকে
এসএসসি
পরীক্ষায় ন্যূনতম জিপিএ
৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে
হবে।
নন-টেকনিক্যাল, প্রভোস্ট ও জিসি ট্রেডে
জিপিএ
৩.৫০ পাওয়া এসএসসি
উত্তীর্ণ প্রার্থীরা