সম্প্রতি বিমানসেনা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
করেছে
বাংলাদেশ বিমানবাহিনী। বিভিন্ন ট্রেডে প্রার্থীদের
নিয়োগ
দেয়া
হবে।
ইতোমধ্যে বিভাগ
ও
জেলাওয়ারি নির্বাচনী পরীক্ষা শুরু
হয়েছে।
এ
পরীক্ষা চলবে
১৪
ডিসেম্বর ২০১৬
পর্যন্ত।
আবেদনের যোগ্যতা : যেকোনো
বাংলাদেশী পুরুষ
নাগরিক
আবেদন
করতে
পারবেন।
বয়সসীমা : ৩০
মার্চ
২০১৭
তারিখে
সব
ট্রেডের প্রার্থীর বয়স
হতে
হবে
১৬
থেকে
২১
বছর।
তবে
মিউজিক
ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২৬
বছর
এবং
শিক্ষা
প্রশিক্ষক ও
সাইফার
অ্যাসিস্ট্যান্ট ট্রেডের প্রার্থীদের বয়সসীমা ২৮
বছর।
টেকনিক্যাল, নন-টেকনিক্যাল, প্রভোস্ট, মিউজিক ও জিসি
ট্রেডে
আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অবিবাহিত হতে
হবে।
শিক্ষা
প্রশিক্ষক ও
সাইফার
অ্যাসিস্ট্যান্ট ট্রেডে
বিবাহিত-অবিবাহিত উভয়
প্রার্থীরা আবেদন
করতে
পারবেন।
শিক্ষাগত যোগ্যতা : টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের বিজ্ঞান বিভাগ
থেকে
এসএসসি
পরীক্ষায় ন্যূনতম জিপিএ
৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে
হবে।
নন-টেকনিক্যাল, প্রভোস্ট ও জিসি ট্রেডে
জিপিএ
৩.৫০ পাওয়া এসএসসি
উত্তীর্ণ প্রার্থীরা
আবেদন
করতে
পারবেন। এসএসসিতে জিপিএ
২.৫০ পেলে মিউজিক
ট্রেডে
আবেদন
করা
যাবে।
সাইফার
অ্যাসিস্ট্যান্ট ট্রেডে
আবেদনের জন্য
কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা বা
সমমান
বা
দ্বিতীয় শ্রেণীর স্নাতক
ডিগ্রি
থাকতে
হবে।
শিক্ষা
প্রশিক্ষক ট্রেডে
বিএ
বা
বিএসএসে দ্বিতীয় শ্রেণী/বিভাগ (নৈর্বাচনিক বিষয়
হিসেবে
ইংরেজি/
বাংলা/
সাইকোলজিতে ৩০০
নম্বর
থাকতে
হবে)
পেতে
হবে।
শারীরিক যোগ্যতা : উচ্চতা
: টেকনিক্যাল, নন-টেকনিক্যাল, মিউজিক, শিক্ষা প্রশিক্ষক ও
সাইফার
অ্যাসিস্ট্যান্ট ট্রেডের প্রার্থীদের উচ্চতা
হতে
হবে
ন্যূনতম ৫
ফুট
৪
ইঞ্চি।
আর
প্রভোস্ট ও
জিসি
ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা
হতে
হবে
ন্যূনতম ৫
ফুট
৮
ইঞ্চি।
ওজন
: বয়স
ও
উচ্চতানুযায়ী প্রার্থীদের ওজন
হতে
হবে।
চোখ
: চোখের
দৃষ্টিসীমা ৬/৬ অথবা বিধি
অনুযায়ী। বুকের
মাপ
: সব
ট্রেডের প্রার্থীদের বুকের
মাপ
৩০
থেকে
৩২
ইঞ্চি
হতে
হবে।
বিশেষ
যোগ্যতা : টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে
সার্টিফিকেট প্রাপ্ত, প্রভোস্ট ট্রেডের প্রার্থীদের চৌকস
চালচলন,
জিসি
পদের
প্রার্থীদের সুঠাম
শারীরিক গঠন
ও
কষ্ট
সহ্য
করার
ক্ষমতা,
মিউজিক
ট্রেডের প্রার্থীদের মিউজিক/
সঙ্গীত
সম্পর্কে সাধারণ
জ্ঞান
ও
বাদ্যযন্ত্রে পারদর্শী এবং
খেলোয়াড় প্রার্থীর ক্ষেত্রে প্রার্থীদের নির্দিষ্ট খেলায়
পারদর্শী হলে
তা
প্রার্থীর বিশেষ
যোগ্যতা হিসেবে
বিবেচনা করে
অগ্রাধিকার দেয়া
হবে।
আবেদনপত্র সংগ্রহ
ও
সংগ্রহের স্থান
: সরাসরি
কিংবা
অনলাইনে উভয়
পদ্ধতিতেই আবেদন
করা
যাবে।
ঢাকার
তেজগাঁওয়ের পুরাতন
বিমানবন্দরের বাংলাদেশ বিমানবাহিনী তথ্য
ও
নির্বাচনী কেন্দ্র, যশোরের
ঘাঁটি
বীরশ্রেষ্ঠ মতিউর
রহমান,
চট্টগ্রামের পতেঙ্গার ঘাঁটি
জহুরুল
হক,
টাঙ্গাইলের ঘাঁটি
পাহাড়কাঞ্চনপুর, ঘাঁটি
কক্সবাজার, মৌলভীবাজার ও
বগুড়ার
র্যাডার ইউনিট, লালমনিরহাটের তত্ত্বাবধান ও
রক্ষণাবেক্ষণ ইউনিট,
মৌলভীবাজারের স্টেশন
শমশেরনগর কিংবা
বিমানবাহিনীর ওয়েবসাইট (www.baf.mil.bd/ recruitment) থেকে পরীক্ষার আগে
আবেদনপত্র সংগ্রহ
করা
যাবে।
আবেদন
ফরম
পূরণ
করে
পরীক্ষার দিন
নিয়ে
আসতে
হবে।
সেন্ট্রাল নন-পাবলিক ফান্ড, বিএএফের অনুকূলে অগ্রণী,
সোনালী,
রূপালী,
টিবিএল
ও
জনতা
ব্যাংকের ১৫০
টাকার
মেশিন
রিডেবল
পে-অর্ডার-এর বিনিময়ে বিমানবাহিনীর অফিস
থেকে
আবেদনপত্র সংগ্রহ
করা
যাবে।
অনলাইনে আবেদন
করা
: www. joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে লগ-ইন করে Apply Now ট্যাবে ক্লিক
করলে
অনলাইন
আবেদন
ফরম
পাওয়া
যাবে।
Apply Now ট্যাবের নিচে
How To Apply অপশনে
ক্লিক
করে
নিয়মাবলি অনুসরণ
করে
প্রার্থীদের আবেদন
করতে
হবে।
আবেদনপত্রের মূল্য
বাবদ
১৫০
টাকা
টেলিটক,
বিকাশ
বা
টিবিএমএম ও
ভিসা
ডেবিট
বা
ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ
করা
যাবে।
নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ : টেকনিক্যাল ট্রেড
: লিখিত
পরীক্ষা (আইকিউ,
ইংরেজি,
গণিত
ও
পদার্থবিজ্ঞান) ডাক্তারি পরীক্ষা এবং
মৌখিক
পরীক্ষা।
নন-টেকনিক্যাল, প্রভোস্ট, মিউজিক, জিসি, শিক্ষা
প্রশিক্ষক ও
সাইফার
অ্যাসিস্ট্যান্ট : লিখিত
পরীক্ষা
(আইকিউ, ইংরেজি) ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।
(আইকিউ, ইংরেজি) ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।
পরীক্ষার সময়সূচি : প্রার্থীদের লিখিত,
ডাক্তারি ও
মৌখিক
পরীক্ষায় অংশ
নিতে
হবে।
ইতোমধ্যে বিভাগ
ও
জেলাওয়ারি নির্বাচনী পরীক্ষা শুরু
হয়েছে।
আগামী
১৪
ডিসেম্বর ২০১৬
পর্যন্ত দেশের
বিভিন্ন স্থানে
পরীক্ষা নেয়া
হবে।
বিভাগ
ও
জেলাওয়ারি পরীক্ষার স্থান
ও
তারিখ
বাংলাদেশ বিমানবাহিনীর ওয়েবসাইটে পাওয়া
যাবে।
পরীক্ষার দিন
সকাল
৮টার
মধ্যে
সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র ও
প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে
হবে।
প্রাথমিক প্রশিক্ষণ : টেকনিক্যাল, নন-টেকনিক্যাল, প্রভোস্ট, মিউজিক ও জিসি
ট্রেডে
নির্বাচিত প্রার্থীদের ৩৬
সপ্তাহ
এবং
শিক্ষা
প্রশিক্ষক ও
সাইফার
অ্যাসিস্ট্যান্ট ট্রেডে
নির্বাচিত প্রার্থীদের ১৮
সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ দেয়া
হবে।
নন-টেকনিক্যাল ট্রেডে যেসব জেলার
প্রার্থীদের আবেদন
করার
প্রয়োজন নেই
: গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর,
খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ফেনী,
জয়পুরহাট, মাগুরা,
নড়াইল,
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা,
মৌলভীবাজার, পঞ্চগড়,
ঠাকুরগাঁও, লালমনিরহাট জেলার
প্রার্থীদের নন-টেকনিক্যাল ট্রেডে আবেদন করার
প্রয়োজন নেই।
সুযোগ-সুবিধা : উচ্চতর প্রশিক্ষণ, বিদেশে
প্রশিক্ষণ, ইউএন
মিশন,
রেশন,
বাসস্থান, চিকিৎসাসহ সন্তানদের বিএএফ
শাহিন
কলেজ,
MIST, BUP, AFMC তে
অধ্যয়নের সুযোগ।
বিস্তারিত তথ্যের
জন্য
যোগাযোগ করুন
: বাংলাদেশ বিমানবাহিনী তথ্য
ও
নির্বাচনী কেন্দ্র, পুরাতন
বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১৫১৫ ঠিকানায় অথবা
www. joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইট দেখুন।
No comments:
Post a Comment