মুস্তাফিজ সম্পরকে জানা- অজানা ১২ তথ্য



মুস্তাফিজুর রহমানকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোচনার ঝড় থামছে না আইপিএলে তার পারফরম্যান্সের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে ভবিষ্যতে তিনি কী করতে পারেন তা নিয়েও কথা হচ্ছে কারন একটাই তাঁর কাটারে সবাই বিধ্বস্ত

বাঁ হাতি এই বাংলাদেশি পেসার যে দিন থেকে খেলা শুরু করেছেন, সে দিন থেকেই ব্যাটসম্যানদের ত্রাস সৃষ্টি করেছেন। বিশ্ব ক্রিকেটের নতুন সেনসেশন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়েছেন। কিন্তু মুস্তাফিজকে আমরা কতটা জানি। নতুন করে আবার জেনে নেই মুস্তাফিজ বিশ্বসেরা খেলোয়াড় হয়ে উঠলেন।

. বাংলাদেশের সাতক্ষীরায় ১৯৯৫ সালের সেপ্টেম্বর জন্ম মুস্তাফিজুরের।
. বাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরে ভাইয়ের সাইকেলে চেপে প্র্যাকটিসে আসতেন তিনি।
. ব্যাটসম্যানদের আতঙ্ক এই বাঁহাতি পেসার কিন্তু স্বপ্ন দেখতেন ব্যাটসম্যান হওয়ার।
. ঢাকায় অনূর্ধ্ব ১৭-এর একটি ম্যাচে প্রথম নজর কাড়েন মুস্তাফিজুর। এর পর শের- বাংলা স্টেডিয়ামে বোলিংয়ে ট্র্য়াল দিয়ে জাতীয় দলে সুযোগ পান।

. মুস্তাফিজুরের বাবাও ক্রিকেটের একজন বিরাট ভক্ত। ছয় ভাইয়ের মধ্যে তিনিই সবচেয়ে ছোট।
. খুলনা ডিভিশনের হয়ে ঠিক দুবছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ মুস্তাফিজুরের। প্রথম ম্যাচে নিয়েছিলেন এক উইকেট।
. লিগ অবশ্য খুব ভাল ভাবেই শেষ করেন তিনি। ১৮.০৩ গড়ে নেন ২৬ উইকেট।
. পাকিস্তানের বিরুদ্ধে টি২০-তে সুযোগ পেয়েই জ্বলে উঠেন মুস্তাফিজ। ওভারে ২০ রান দিয়ে নেন উইকেট।
. তাঁর সেরা অস্ত্র স্লোয়ার অফ কাটার তিনি প্রথম ব্যবহার করেন অনূর্ধ্ব ১৯ এর ট্রেনিং ক্যাম্পে।
১০. গত বছর জুনে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে-তে আত্মপ্রকাশ ঘটে তাঁর। প্রথম সুযোগেই পাঁচ উইকেট নিয়ে চমকে দেন সবাইকে।
১১. মুস্তাফিজুরের সেরা পছন্দের খেলোয়ার পাকিস্তানের পেসার মহম্মদ আমির।
১২. এখনও পর্যন্ত খেলা ৯টি ওয়ানডেতে ২৬টি উইকেট নিয়েছেন তিনি

- See more at: http://www.annodiganta.com/article/detail/4518#sthash.eoarm0xb.dpuf

No comments: